সোমবার ব্রাজিল-মেক্সিকোর শিরোপা লড়াই

‘জুনিয়র নেইমার’রা ভালোই এগোল। একের পর এক জয়ে ফাইনালের টিকিটও নিশ্চিত করেছে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। এবার শিরোপা জেতার অপেক্ষা। সোমবার বাংলাদেশ সময় ভোর ৪টায় ফাইনালে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

দুই দলের মধ্যে তফাৎটা খুব বেশি না। দারুণ ছন্দে থাকা মেক্সিকো এরইমধ্যে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে। আর ব্রাজিলও আছে চেনা ছন্দে। তবে এর আগে ২০১৩ বিশ্বকাপে এই মেক্সিকোর সঙ্গে ড্র করেছিল ব্রাজিল।

কোয়ার্টারে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল মেক্সিকো। এরপর সেমিতে টাইব্রেকারে নেদারল্যান্ডসে টপকে ফাইনালের মঞ্চে পা রাখে দলটি। অন্যদিক স্পেনকে ৬-১ ব্যবধানে বিধ্বস্ত করে সেমিতে আসা ফ্রান্সকে ৩-২ ব্যবধানে পরাজিত করে ফাইনালে নাম লেখায় ব্রাজিল।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর শুরু হওয়া ফিফা বিশ্বকাপের এই আসর এখন শেষের পথে। মোট ২৪ দল থেকে শেষ পর্যন্ত এক দল পাবে তাদের স্বপ্নের শিরোপা। এখন দেখার অপেক্ষা এই এক দল ব্রাজিল না মেক্সিকো।

আরও