এক ব্রাজিলিয়ানের মেসি-প্রেম

তার কারণেই শুক্রবার (১৫ নভেম্বর) সুপার ক্লাসিকোতে গোলের ফুল ফোটে লিওনেল মেসির। ১৩তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে ব্রাজিলের রক্ষণ ভাঙেন মেসি। কিন্তু সেলেসাও ডিফেন্সের শেষ প্রহরী-অ্যালেক্স সান্দ্রো মেসির পথ অহেতুক আটকান। তাতেই পড়ল রেফারির ফাউলের বাঁশি, পেনাল্টি পেল আর্জেন্টিনা।

ওই পেনাল্টি মিস করলেও দ্বিতীয় চেষ্টায় গোল করেন ছয় বারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি। মজার বিষয় হলো, বিরতির পর এই মেসিই যখন মাঠ ছাড়ছেন তখন তাকে সম্মান প্রদর্শন করলেন সেই সান্দ্রো।

মাথা নুইয়ে হাতজোড় করে ফুটবল সুপারস্টারকে জড়ালেন ভালোবাসার মায়ায়। মৃদু হাসিতে মেসিও তার জবাব দিলেন। এটাই তো ফুটবল, এটাই তো ফুটবলের আসল রুপ, আসল সৌন্দর্য।

আরও