লবণ গুজবে পুলিশের খাঁচায় ১৩৩
দেশে লবণের সঙ্কট। বাড়ছে লবণের দাম এই গুজব ছড়িয়ে যাওয়ার পর থেকেই সারাদেশে বেড়ে গিয়েছে লবণের দাম। লবণের দাম বৃদ্ধির গুজব ছড়ানোর পর থেকেই লঙ্কা কাণ্ড শুরু হয়ে গেছে। মূল্যবৃদ্ধি ও মজুত রেখে ক্রেতাকে না দেয়ায় ক্রেতা-বিক্রেতাদের মধ্যে বাক-বিতন্ডা ও হাতাহারির খবর পাওয়া গেছে। গুজব ছড়িয়ে অতিরিক্ত দামে লবণ বিক্রির অভিযোগে সারাদেশে এ পর্যন্ত ১৩৩ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত তাদের আটক করে পুলিশ। একই সঙ্গে শতাধিক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
জেলা প্রতিনিধিদের পাঠানোর তথ্যের ভিত্তিতে জানা গেছে, গাইবান্ধায় ২৪, মুন্সিগঞ্জে ১৪, খুলনা ১৩, সাতক্ষীরা ১০, বরিশাল ২, পটুয়াখালী ৩, নারায়নগঞ্জ ১, ভোলা ১, কিশোরগঞ্জ ১, জামালপুর ৫, বগুড়ায় ৪৪ জন, মাদারীপুরে ২, চুয়াডাঙ্গায় ৮, নীলফামারীতে ২, লালমনিরহাটে ৩ জনকে আটক করা হয়েছে। আটক কৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।