ফের স্পেনের কোচ হচ্ছেন লুইস এনরিকে
কয়েক দিন আগেই গুঞ্জন উঠেছে ফের স্পেনে ফিরছেন লুইস এনরিকে। এনরিকে দায়িত্ব ছেড়েছিলেন মূলত মেয়ের জন্য। ক্যানসারের সঙ্গে লড়তে লড়তে তার মেয়ে শেষ পর্যন্ত মারা গেছে। ২০২০ ইউরো’র জন্য পুনরায় স্পেন জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিচ্ছেন লুইস এনরিকে।
এনরিকেকে চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য সরে দাঁড়াচ্ছেন লা রোহাদের বর্তমান কোচ রবার্তো মোরেনো। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য এনরিকের সঙ্গে আগেই চুক্তি করেছিল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।
এনরিকের পরিবর্তে জুনে স্পেনের দায়িত্ব নেন তার সহকারী মোরেনো। তার অধীনে ইউরো বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এনরিকের ফেরার আভাসটা তিনি আগেই পেয়েছিলেন। যার কারণে গত নভেম্বরে জানান, ‘আমি চলে যাচ্ছি।’
এবার সত্যি সত্যি চলে যাচ্ছেন মোরেনো। সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে রোমানিয়ার বিপক্ষে ৫-০ ব্যবধানে জয়ের পরও মেত্রোপোলিতানো স্টেডিয়ামে অশ্রুসজল চোখে হেঁটেছেন ৪২ বছর বয়সী এই কোচ। ব্যাপারটি নিয়ে অবশ্য স্পেনের কোনো তারকা গণমাধ্যমে কথা বলেননি।