মুক্তিযোদ্ধার সনদ ছেঁড়া ডাক্তারের শাস্তি চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধা শাজাহান ভূইয়াকে অপমান এবং মুক্তিযোদ্ধা সনদ ছিঁড়ে ফেলার ঘটনায় অভিযুক্ত চিকিৎসক ডাঃ শহীদুল্লাহর চিকিৎসা সনদ বাতিল ও গ্রেফতারের দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাধারণ সম্পাদক মোঃ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আল্টিমেটাম দেওয়া হয়।
এতে বলা হয়, টাঙ্গাইল জেলার বীর মুক্তিযোদ্ধা শাজাহান ভুঁইয়ার মুক্তিযোদ্ধা সনদ ছিঁড়ে ফেলা এবং অপমান করার অপরাধে চিকিৎসক শহীদুল্লাহ-এর চিকিৎসা সনদ বাতিল এবং গ্রেফতার দাবি করছে মুক্তিযুদ্ধ মঞ্চ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৭ নভেম্বর, ২০১৯ ইং তারিখে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন টাঙ্গাইলের রসূলপুর মহেড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাজাহান ভুঁইয়া। গত ২১ নভেম্বর উক্ত হাসপাতালের অর্থোপেডিক সার্জারী বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডাঃ মো. শহীদুল্লাহ কায়সার সকালে ভিজিট করতে এসে রোগীর ফাইল দেখেন। ফাইলে রাখা মুক্তিযোদ্ধা সনদ দেখে উক্ত চিকিৎসক তার সাথে খারাপ ব্যবহার করেন এবং মুক্তিযোদ্ধা সনদ ছিঁড়ে ফেলেন।
মুক্তিযুদ্ধ মঞ্চ এহেন ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিকিৎসক শহীদুল্লাহ-এর চিকিৎসা সনদ বাতিল করে গ্রেফতার করতে হবে। অন্যথায় জাতির শ্রেষ্ঠ সন্তানকে অপমান এবং মুক্তিযুদ্ধকে অবমাননা করায় স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করা হবে।