বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানের যখন যা থাকছে


৮ ডিসেম্বর উদ্বোধন হতে যাচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে নেয়া হয়েছে বিশেষ সব প্রস্তুতি। জাঁকজমক এই অনুষ্ঠানের সূচী প্রকাশিত হয়েছে।

৭ ডিসেম্বর বিকালে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল জানালেন অনুষ্ঠানের সূচী, অর্থাৎ কখন শুরু হয়ে কখন শেষ হবে। এছাড়াও অংশ মঞ্চ মাতাতে আসা শিল্পীরা কে কখন পারফর্ম করবেন সে ব্যাপারেও খোলাসা করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান।

‘আপনারা জানেন যে আমরা হচ্ছে ৫.৩০ এ গেট ক্লোজ করবো। বিকাল ৫ টায় আমরা প্রথম বাংলাদেশের শিল্পীদের দিয়ে শুরু করবো, ৬ টার সময় বাংলাদেশের জেমস সংগীত পরিবেশন করবে। ৭.৩০ এ মমতাজ আপা আর ৭ টায় প্রধানমন্ত্রী এসে এটি উদ্বোধন করবেন। ৭.১৫ তে সনু নিগাম সংগীত পরিবেশন করবেন এবং আরেকজন করবে সনু নিগামের পর।’

দুই বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফের মঞ্চে আসার সূচী জানিয়ে শেখ সোহেল জানান অনুষ্ঠানের লাইনআপও, ‘৮.৩০ এ ক্যাটরিনা কাইফ আর ক্যাটরিনা কাইফের পরই সালমান খান। আমরা ১০.৩০ থেকে ১১ টা অর্থাৎ ৪ টা থেকে রাত ১১ টা হচ্ছে আমাদের অনুষ্ঠানের লাইনআপ।’

আরও