সাউথ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশী প্রবাসী নিহত

আবারও মৃত্যুপুরী সাউথ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশী প্রবাসী নিহত হয়েছে। গত ২৯ ডিসেম্বর রবিবার সাউথ আফ্রিকায় এক বাংলাদেশী প্রবাসী নিহত হন ।
সাউথ আফ্রিকার ইস্টার্ন ক্যাপ প্রভিন্সের লেড়ি ফ্রেয়ার নামক এলাকায় রাজিব নামে একজন বাংলাদেশী ডাকাতের গুলিতে নিহত হয়েছেন।

গতকাল রবিবার রাতে দোকান বন্ধ করার সময় দুই জন সশস্ত্র কৃষাঙ্গ ডাকাত দোকানে ঢুকে পড়ে এবং দোকানের নগদ অর্থ ছিনিয়ে নিয়ে যাওয়ার আগ মুহূর্তে শেখ রাজিবের বুকে গুলি করে।

এই সময় স্হানীয় অন্যান্য বাংলাদেশীরা এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ক্রিসমাসের ছুটির কারণে হাসপাতালে ডাক্তারদের উপস্থিতি না থাকায় ঠিক সময়ে রাজিবকে অপারেশন করা সম্ভব হয়নি।
যার ফলে আজ সকালে রাজিবের মৃত্যু হয়।নিহত রাজীবের দেশের বাড়ি সিলেট হবিগঞ্জের সদর থনায়।

আরও