আরব নেতা’র তালিকায় শীর্ষে আবুধাবির প্রিন্স
২০১৯ সালের সবচেয়ে উল্লেখযোগ্য আরব নেতা নির্বাচনের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছেন আবুধাবির ক্রাউন প্রিন্স এবং সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স, উপ প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ।
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া টুডের ওয়েবসাইটে ‘২০১৯ সালে সর্বাধিক উল্লেখযোগ্য আরব নেতা’ নির্বাচনের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নয় দিনের এই ভোটগ্রহণ প্রক্রিয়া শেষে ২০২০ সালের ১ জানুয়ারি ফল প্রকাশিত হয়।
উল্লেখযোগ্য আরব নেতা নির্বাচনে ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ৯৬৮ জন ভোট দিয়েছেন বলে জানিয়েছে রাশিয়ার এই ওয়েবসাইট। নির্বাচনে সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে পিছনে ফেলেছেন আবুধাবির প্রিন্স শেখ মোহাম্মদ।
প্রতিবেদনে বলা হয়েছে, মোট ৯৭ লাখ ৩৪ হাজার ৯৬৩ জন শেখ মোহাম্মদকে ভোট দিয়েছেন, যা মোট ভোটারের ৬৮ দশমিক ছয় শতাংশ। আর মোহাম্মদ বিন সালমানকে ভোট দিয়েছেন ২২ লাখ ১৯ হাজার ৪২ জন, যা মোট ভোটারের ১৫ দশমিক ছয় শতাংশ।
ফলাফলে আরও দেখা গেছে, সবচেয়ে উল্লেখযোগ্য আরব নেতা নির্বাচনে জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহকে ভোট দিয়েছেন ১৭ লাখ ১২ হাজার ১৮৬ জন, যা মোট ভোটারের ১২ শতাংশ। তিনি আছেন তৃতীয় অবস্থানে। আর মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসিকে ভোট দিয়েছেন ৭২ হাজার ৭৫১ জন। তিনি এই নির্বাচনে চতুর্থ অবস্থানে আছেন।