সোলেইমানির জানাজায় কাঁদলেন লাখো ইরানি
বাগদাদে মার্কিন হামলায় নিহত ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলায়মানি ও তার সঙ্গে নিহত অন্যদের জানাজা তেহরানে অনুষ্ঠিত হয়েছে। জানাজা নামাজের ইমামতি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আল খামেনী। এসময় সোলায়মানিকে শেষ বিদায় জানাতে লাখো মানুষের ঢল নামে তেহরানে। তেহরানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
এর আগে সোলায়মানির জানাজায় অংশ নিতে ভোররাত থেকে লাখ লাখ মানুষ তেহরান বিশ্ববিদ্যালয়ের জুমার নামাজ চত্বরে আসতে থাকেন। এ সময় জনতার হাতে সোলায়মানি ও আবু মাহদি আল-মুহানদিসের ছবি ও প্লাকার্ড দেখা যায়। তারা ‘আমেরিকা ধ্বংস হোক’, ‘ইসরাইল নিপাত যাক’, ‘আমার ভাইকে যারা মেরেছে তাদেরকে হত্যা করব’ ইত্যাদি স্লোগান দেন।
ইরানি গণামাধ্যম জানিয়েছে, জানাজায় মানুষের ছবি হেলিকপ্টার দিয়েও নেয়া সম্ভব হয়নি।
তেহরান বিশ্ববিদ্যালয় চত্বরে জানাজা শেষে সোলায়মানিসহ মার্কিন হামলায় নিহতদের সবার মরদেহ তেহরানের ইনকিলাব চত্বর থেকে প্রায় ১০ কিলোমিটার পশ্চিমে আযাদি স্কয়ারে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে মরদেহ ইরানের দক্ষিণে ধর্মীয় নগরী কোমে নেয়া হবে।
কোম নগরীতে নামাজে জানাজা শেষে জেনারেল সোলায়মানির মরদেহ মঙ্গলবার তার জন্মস্থান কেরমান প্রদেশে নেয়া হবে এবং সেখানে শেষ জানাজার নামাজান্তে তার ইচ্ছে অনুযায়ী সেখানেই তাকে দাফন করা হবে। এর আগে গতরাতে সোলায়মানির মরদেহ মাশহাদ থেকে তেহরানে এসে পৌঁছায়।