আজ শাবির তৃতীয় সমাবর্তন, আসছেন রাষ্ট্রপতি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের (শাবিপ্রবি) সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আজ (বুধবার) সিলেট আসছেন।
রাষ্ট্রপতির সফরসূচী সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টা ২০ মিনিটে হেলিকাপ্টার যোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন তিনি। এরপর হযতর শাহজালাল (র.) ও শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করবেন।
বেলা ৩ টায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মো. আব্দুল হামিদ। বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করবেন তিনি।
এদিকে রাষ্ট্রপতির আগমন ও সমাবর্তনকে ঘিরে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আরও ৫০টি অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে ক্যাম্পাসে। এছাড়া নিরাপত্তার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্কবস্থানে রয়েছেন।
নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে প্রক্টর অধ্যাপক জহীর উদ্দীন আহমদ বলেন, ‘রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ ভিআইপি ব্যক্তি। তার নিরাপত্তার বিষয়টি রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থাগুলো তাদের মতো করে দেখভাল করছে। তারা আমাদের যেভাবে নির্দেশনা দিচ্ছে, সেভাবে পালন করছি।’
সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। অবশেষে বহুল প্রতীক্ষার সমাবর্তন সফলের দ্বারপ্রান্তে।
উল্লেখ্য, ২০০৭ সালের ৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ ১২ বছরে আর কোনো সমাবর্তন পায় নি শিক্ষার্থীরা।

আরও