ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে মানসিক চাপে মার্কিন সেনারা
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে মানসিক চাপের কারণে ১১ জন মার্কিন সেনার মস্তিষ্কে ক্ষতির লক্ষণ দেখা গেছে। এখন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। মার্কিন সামরিক বাহিনীর বক্তব্যের বরাতে এ খবর প্রকাশ করেছে ‘রয়টার্স’।
গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে ড্রোন হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে মার্কিন সেনারা। এর প্রতিশোধ নিতে গত ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তেহরানের দাবি, দুই ঘণ্টা ধরে চালানো এই ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।
তবে ইরানের এই দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু হামলার প্রায় এক সপ্তাহ পর নতুন তথ্য দিল মার্কিন সামরিক বাহিনী।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ সামরিক কর্তারা জানিয়েছেন, সেদিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র গিয়ে আঘাত হানলে কয়েকজন সেনা মানসিক চাপে ভুগেন। আর প্রচণ্ড মানসিক চাপের কারণে কয়েকজনের মস্তিষ্কে ক্ষতির লক্ষণ দেখা গেছে।
বিষয়টি নিশ্চিত করে মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন বিল উরবান এক বিবৃতিতে বলেছেন, আইন আল-আসাদ ঘাঁটিতে ৮ জানুয়ারির ওই হামলায় তাদের কোনো সেনা নিহত হননি। তবে মস্তিষ্কে ক্ষতির কারণে বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানিয়েছেন, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কয়েকজন সেনাকে জার্মানি ও কুয়েতে মার্কিন স্থাপনায় নিয়ে যাওয়া হয়েছে। দায়িত্ব পালনে উপযুক্ত বলে মনে হলে তবেই তাদের ইরাকে ফিরিয়ে আনা হবে।