সিলেট যুবদলের সদস্য সচিব মকসুদ গ্রেফতার
সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার সন্ধ্যায় নগরীর দক্ষিণ সুরমার খোজার খলা মারকার্জ পয়েন্ট থেকে র্যাবের একটি দল তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ জানিয়েছেন, ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা সাংগঠনিক সফরে সিলেটে এসেছেন। তাদের নিয়ে মকসুদ আহমদ দক্ষিণ সুরমা ছাত্রদলের একটি অনুষ্ঠানে ছিলেন। সেখান থেকে ফেরার পথে নগরীর খোজার খলা মারকার্জ পয়েন্ট থেকে র্যাব সদস্যরা তাকে তুলে নিয়ে যায়।
র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার নাহিদ হাসান বলেন, মকসুদের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মকসুদকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হবে। পরে পুলিশ আদালতে হাজির করবে তাকে।
মকসুদ যুবদলের দায়িত্ব পাওয়ার আগে সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায়।