“হটাও লুটেরা , বাচাও দেশ” বৈরী আবহাওয়ার মধ্যেও প্রতিবাদের ঝড়— কানাডার টরেন্টোতে
বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা মেরে কানাডায় রাজার হালতে অবস্থানরত চোরদের বিরুদ্ধে কানাডার টরেন্টোতে বসবাসরত বাংলাদেশীদের শপথ গ্রহণ। এই চোর বাটপার দেরকে সামাজিক ভাবে বয়কট করার আহ্বান এবং সামাজিক ভাবে এদেরকে কোন স্থান কানাডার কোন বাংলাদেশী কমিউনিটি তে না দেওয়ার দীঢ় প্রথ্যয়।।