সৌদিতে সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশি নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে জেদ্দার হায়ার সামির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের আল-আমিন, নরসিংদীর কাউসার ও ময়মনসিংহের গফুরগাঁওয়ের শাকিল। তারা জেদ্দায় ইয়ামাম কোম্পানিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
নিহত তিনজনের মরদেহ জেদ্দায় একটি স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।