চীনে সরাসরি ফ্লাইট স্থগিত বৃটিশ এয়ারওয়েজের
করোনা ভাইরাস মহামারিতে উদ্বেগ বৃদ্ধি পাওয়ায় চীনে এবং চীন থেকে সবরকম সরাসরি ফ্লাইট স্থগিত করেছে বৃটিশ এয়ারওয়েজ। জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে চীন সফরে না যেতে সরকার সতর্কতা দেয়ার পর বৃটিশ এয়ারওয়েজ এমন সিদ্ধান্ত নিয়েছে। এই ভাইরাস এখন দ্রুতগতিতে বিস্তার লাভ করছে। এতে গতকাল নাগাদ কমপক্ষে ১৩২ জন মারা যাওয়ার কথা নিশ্চিত করেছে চীন। এ খবর দিয়ে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেনডেন্ট বলছে, বৃটিশ এয়ারওয়েজের ওয়েবসাইটে দেখা যাচ্ছে জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে চীনে কোনো সরাসরি ফ্লাইট নেই।
গতকাল তারা একটি বিবৃতি দিয়ে বলেছে, সাময়িক অসুবিধার জন্য কাস্টমারদের কাছে দুঃখ প্রকাশ করছি। কিন্তু আমাদের কাস্টমার ও ক্রুদের নিরাপত্তা সবার আগে সব সময় আমরা অগ্রাধিকার দিই। যারা চীনে যান অথবা চীন থেকে দেশে ফেরেন তারা আগামী দিনগুলোতে আরো তথ্য পাবেন।
সাধারণত প্রতিদিনই হিথ্রো বিমানবন্দর থেকে সাংহাই ও বেইজিংয়ে সরাসরি ফ্লাইট পরিচালনা করে। মঙ্গলবার বৃটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভ্রমণ সতর্কতা দেয়। তারপরই এই বিমান সংস্থা তাদের ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নেয়।