চীন থেকে ৩৬১ বাংলাদেশি ফিরছেন আজ
চীনের করোনাভাইরাস নিয়ে বিশ্বজুড়ে চলছে আতঙ্ক। এর মধ্যেই ৩৬১ জন বাংলাদেশি ফিরছেন আজ। তার মধ্যে ১২টি পরিবার রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে তাদের বহনকারী ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড়াল দেবে। ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে রাত ১২ টার কিছুক্ষণ পরে।
মরণঘাতী করোনাভাইরাস চীনে এরই মধ্যে ২১৩জনের প্রাণহানি ঘটেছে। আক্রান্ত হয়েছে আরও ৭ হাজারের বেশি মানুষ। ভাইরাসটি যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, থাইল্যান্ড, ম্যাকাও, সিঙ্গাপুর ও নেপালসহ ১৯টি দেশে ছড়িয়ে পড়েছে।।