বানিয়াচংয়ে যুবকের লাশ উদ্ধার

বানিয়াচং সংবাদদাতা : হবিগঞ্জর বানিয়াচংয়ে ডুবা থেকে ইমরান হোসেন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলা সদরের চান্দের মহল্লা গ্রামের গাজিউর রহমানের ছেলে।

রোববার সন্ধা ৬টায় উপজেলার আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন বগীর রাস্তার পার্শ্ব থেকে মরদেহটি উদ্ধার করে বানিয়াচং থানা পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শনিবার বিকাল থেকে ইমরান হোসেনকে খোঁজে পাচ্ছিল না পরিবারের লোকজন। রোববার বিকালে ডুবায় তার মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্ত জানান, নিহত ইমরান হোসেন একজন মাদকসেবী ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নেশার ঘোরে পানিতে ডুবে সে মারা গেছে। তার বাড়ি থেকে নেশা জাতীয় দ্রব্য পুলিশ আলামত হিসেবে উদ্ধার করেছে বলে তিনি জানান।

 

 

আরও