তাহিরপুরে জাতীয় সংগীত প্রতিযোগীতায় প্রথম স্থানে তেঁলীগাও প্রাথমিক বিদ্যালয়
তাহিরপুর সংবাদদাতা:: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বর্ণিল আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংগীত প্রতিযোগীতা অনুষ্টিত হয়েছে।
সোমবার (১৭ ই ফেব্রুয়ারী) উপজেলার (তরং) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে ও তেঁলীগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাও. মো. শোয়েব আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুভারম্ব হয়।
জাতীয় সংগীত প্রতিযোগীতায় উপজেলার মোট ২৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহন করে। তিন টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় অর্জন করে।
১ম স্থান অর্জন করে উপজেলার তেঁলীগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়,২য় স্থান যৌথ ভাবে অর্জন করে লাকমা স.প্রা.বি ও ট্যাকারঘাট সপ্রাবি,৩য় স্থান অর্জন করে নয়াবন্ধ স.প্রা.বি।
উক্ত জাতীয় সংগীত প্রতিযোগীতায় বিচারক মন্ডলী হিসেবে দায়িত্ব পালন করেন, জয়পুর স.প্রা.বি প্রধান শিক্ষক হাদি উজ্জামান, লাকমা সপ্রাবি প্রধান শিক্ষক মাফিকুল ইসলাম, ট্যাকারঘাট স.প্রা.বি প্রধান শিক্ষক নমিতা রাণী দাস।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কল্লাল বৃত তালুকদার, বিমল কিশোর দাস, হাসান উদ্দিন, নুরে আলম, নুর আলম প্রমুখ সহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ স্থানীয় জন প্রতিনিধিগন।