কানাডা আমেরিকায় কমিউনিটি ভাবনা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

১৬ই ফেব্রুয়ারী, রোববার আমার লিখা “কানাডা আমেরিকায় কমিনিউটি ভাবনা- গ্রন্থের প্রকাশনা অনুষ্টান হয়ে গেল বাংলাদেশ সেন্টার-টরন্টোতে ।
কৃতজ্ঞতা জানাতেই আমার আজকের এই পোস্ট। হলটি কানায় কানায় ভরে গিয়েছিল কম্যুনিটির বিভিন্ন কর্নারের জ্ঞানী গুনিদের দ্বারা। লেখক, সাংবাদিক,প্রকাশক, কবি, সাহিত্যিক, ল ইয়ার, কম্যুনিটি একটিভিষ্ট, বিজনেসম্যান ,শিক্ষক, পলিটিশিয়ান, এম পি , ছাত্র –সান্সকৃতিক কর্মী ইত্যাদী ইত্যাদী এত গুনী মানুষের সমাগমে আমি আপ্লুত । আমি ধন্য-আমি ধন্য এ জন্য যে আমি কম্যুনিটিকে কিছুই দিতে পারি নাই অথচ সে সম্মান আমি আপনাদের কাছ থেকে পেয়েছি তা আমার জন্য পর্বত সম । আমি আপনাদের সকলের কাছে চির কৃতজ্ঞ। উপস্থিত বক্তা সকল আমার বই এর যে মুল্যায়ন করেছেন তা আমার জন্য অনেক পাওয়া। ২১ শে পদক প্রাপ্ত পরম শ্রদ্ধেয় কবি আমার লিখার-বিভিন্ন দিক নিয়ে যে প্রশংসা করলেন এবং ইংরেজী করে দিলে পাবলিকেশনের দায়ীত্ব নিজে নেবেন বলে যে প্রস্থাব করলেন তা ছিল আমার জন্য পরম পাওয়া। আন্তরজাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষক ও লেখক ডক্টর তাজ হাসমি আমার লিখা নিয়ে ইংরেজীতে যে বক্তব্য দিলেন তা সমস্থ অডিয়েন্সকে বিস্মিত করেছে-আমি তার উপস্থিতিতে নিজেকে ধন্য মনে করছি এবং আমার ভবিশ্যত লিখার প্রেরনা পেয়েছি । আমাদের নতুন প্রজন্মের এম পি ডলি বেগম আমার লিখার মাধ্যমে কম্যুনিটি কাজের মুল্যায়ন করে “Legislative Assembly of Ontario”- Recognition letter প্রদান করলেন তা আমার জন্য সারাজীবনের এক মহা সম্মান হয়ে থাকবে । CIDA and NORAD এর পলিসি এনালিস্ট -আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উইমেন ডেভ্লাপমেন্ট ডাইরেক্টর রিনা সেন গুপ্তা যে ভাবে মঞ্চে দাঁড়িয়ে আমার লিখায় বিমোহিত হয়ে স্যালুট জানালেন –সে টা তো আমার মত ক্ষুদ্র লেখকের বড় কোন এওয়ার্ড বিজয় ছাড়া আর কি হতে পারে । অনূস্টানের শুভ সুচনা করে Best Immigrant Award recipient ও বিসিএস এর ফাঊন্ডার জনাব মোস্থাক আহমেদ আমাকে আরো বেশী উতসাহিত করে দিলেন-দায়ীত্ব আরো বেড়ে গেল । প্রবীন কম্যুনিটি এক্টিভিস্ট জনাব নুরুল ইসলাম সার্বিক সফলতার কৃতিত্ব’র দাবীদার -আমার স্যালুট থাকলো তার প্রতি।
প্রথিতযশা সাংবাদিক জনাব সুমন রহমান, শওগাত আলী সাগর আমার লিখায় কম্যুনিটি বিবর্তনের যে ইতিহাস ফুটে উঠেছে এবং তার গুরুত্ব নিয়ে আলোচনা করলেন তা আমাকে মুগ্ধ করেছে । কবি দেলওয়ার এলাহী, কবি রেজা অনিরুদ্ধ, কবি সুহেল ইবনে ইসহাক ,সাংবাদিক খুরশীদ আলম, লেখক জামানা হাসিনা , প্রফেসর আতাউর রহমান, বাক্সুর সাবেক সহ সভাপতি ফয়জুল করিম, প্রফেসর ও সমাজ কর্মী মাহমুদা নাসরিন , মিসেস হোসনে আরা জামি , কম্যুনিটি লিডার সাহাব উদ্দিন , কম্যুনিটি লিডার আখলাখ হোসেন এ প্রজন্মের অস্টম গ্রেড স্টুডেন্ট আনিকা আলম, হাইস্কুল স্টুডেন্ট সারা উদ্দিন , এবং বিদুষী সঞ্চালক ৈসয়দা মার্জিয়া আফ রোজ মৌ- আপনাদের সকলের উচ্ছসিত প্রসংশা আমাকে চির ঋণী করে রাখবে । উপস্থিত শ্রোতা (সকলের নাম উল্লেখ করতে পারলাম না) আপনাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা থাকলো ।

 

আরও