হিলিতে ছাগলের প্রাণ বাঁচালো ফায়ার সার্ভিস
দিনাজপুরের হিলিতে নিশ্চিত মৃত্যুর হাত থেকে একটি ছাগলের প্রাণ বাঁচালো হিলি ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা।
বৃহস্পতিবার সকলের অলক্ষ্যে ছাগলটি একটি ভবনের দ্বিতীয় তলার কার্নিশে উঠে পড়ে। বাড়ির লোকজন অনেক চেষ্টা করেও ছাগলটিকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ছাগলটি উদ্ধার করেন।
হিলি ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, হিলি সিপি রোডস্থ রাজ এন্টারপ্রাইজের তিনতলা একটি ভবনের পাশের একটি টিনের চালার ওপর দিয়ে দ্বিতীয় তলার কার্নিশে উঠে পড়ে ছাগলটি। পরে আর নামতে পারছিল না। ছাগলের মালিক প্রতিবেশী লাবু মুন্সি অনেক চেষ্টা করেও ছাগলটি নামাতে ব্যর্থ হন।
উপায়ান্তর না পেয়ে খবর দেয়া হয় স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীদের। তারা ঘটনাস্থলে পৌঁছে ছাগলটি উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের একটি গ্রুপ নিচ থেকে মই বেয়ে দোতলার কার্নিশে উঠে পড়া ছাগলের পাশে অবস্থান নেন। অপর গ্রুপের এক সদস্য তিনতলা ছাদ থেকে দড়ি বেঁয়ে দোতলায় নেমে এসে ছাগলটি উদ্ধার করেন।