ওসমানী হাসপাতালে অনিয়ম ও দুর্নীতি বন্ধে দুদকে অভিযোগ

 সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম ও দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর অভিযোগ দিয়েছে সিলেটের সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা ও এর অঙ্গ সংগঠন। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে ওই অভিযোগ প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।

অভিযোগে উল্লেখ করা হয়, সিলেট বিভাগে চিকিৎসাক্ষেত্রে একমাত্র ভরসার নাম এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু দীর্ঘদিন ধরে ওসমানী হাসপাতালে চিকিৎসার নামে চলছে ব্যবসা। অসহায় ও সাধারণ রোগীদের সরকারিভাবে চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ওষুধ পাওয়ার কথা থাকলেও বর্তমানে তা দেওয়া হচ্ছে না। বিভিন্ন ওয়ার্ড ও কেবিনে সিট খালি থাকার পরও রোগীদের নিচে রাখা হচ্ছে। রোগীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য ওসমানী হাসপাতালের ল্যাব ব্যবহার করা হয় না। রোগীদের বাধ্য হয়ে বাহির থেকে পরীক্ষা-নিরীক্ষা করতে হয়। অপ্রয়োজনীয়ভাবে ডেলিভারিসহ বিভিন্ন রোগীদের রক্ত সংগ্রহের চাপ সৃষ্টি করা হয়।

পাশাপাশি হাসপাতালের গেটের আনসার-দারোয়ানদের চাঁদা আদায়, কর্তব্যরত চিকিৎসকের অনুপস্থিতিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে অভিযোগ প্রদানকালে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সাজু, অর্থ সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, মহানগর প্রতিনিধি সম্পাদক সৈয়দ ইব্রাহীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবাদ উল্লাহ, সিনিয়র সহ-সমাজসেবা সম্পাদক পিযোষ মোদক, দিপক কুমার মোদক বিলু, জমশের উদ্দিন প্রমুখ।

 

আরও