পর্যটকবাহী গাড়ি ঘিরে ছাদে উঠে পড়ল সিংহ, ভিডিও ভাইরাল
একটি পর্যটকবোঝাই জিপকে তিন দিক থেকে ঘিরে রেখেছে একদল সিংহ। একটি উঠে পড়েছে গাড়িটির ছাদে। কাঁচ ভাঙার চেষ্টা করছে থাবা দিয়ে।
একসময় রিয়ার ভিউ মিরর ভেঙেই ফেলেছে সিংহটি। এমন লোমহর্ষক পরিস্থিতি পড়েও বিপদ থেকে উতরাতে ঠাণ্ডা মাথার পরিচয় দিতে দেখা গেছে গাড়ির চালককে।
খুব সন্তর্পণে গাড়ি ঘুরিয়ে জোরে স্টার্ট দেন চালক। ইঞ্জিনের আওয়াজে ঘাবড়ে যায় সিংহটি। পরে রণভঙ্গ দিয়ে চলে যায় সে।
যাই হোক, পর্যটকদের সৌভাগ্যই বলা চলে। তারা সবাই নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন।
ঘটনাটি ঘটেছে বছরখানেক আগে। দক্ষিণ আফ্রিকার হার্টবিসপুর্ত পার্কে। এবার সেই ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, ২০১৯ সালের জুলাইতে তোলা হয়েছে ওই ভিডিও।
বার্তাসংস্থা নিউজ ২৪-কে দেয়া সাক্ষাৎকারে সেই সাফারি পার্কের ব্যবস্থাপক আন্দ্রে লা কক বলেন, সেই দিনে তিনটি পুরুষ সিংহের সামনে পড়ে গিয়েছিল ওই সাফারি জিপ। যাদের মধ্যে একটি জিপের মাথায় চড়ে বসেছিল।
তিনি বলেন, তিনটি সিংহই পার্কের নতুন সদস্য। তাই গাড়ি দেখে উত্তেজিত হয়ে পড়েছিল।