ইসির উদ্যোগে পোস্টার সাঁটানোর বোর্ড, দৃষ্টি কাড়ছে সাধারণের
বিজিবি ৩ নম্বর গেটের অদূরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রবেশ দ্বারের পাশে উঁচু দেয়ালে ঝুলছে কয়েকটি প্লাইউডের বোর্ড। রাস্তায় চলাচলকারী সবার দৃষ্টি বোর্ডগুলোর দিকে। রিকশা, মোটরসাইকেল, প্রাইভেটকার চালক ও যাত্রীসহ পথচারীরা ঘুরে ঘুরে বোর্ডগুলোর দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে, এগুলোর কাজ কী?
তাদের কেউ একজন বোর্ডে নির্বাচন কমিশনের লেখাগুলো পড়ে অন্যদের জানালেন, আগামী ২১ মার্চ অনুষ্ঠিতব্য ঢাকা-১০ আসনের উপনির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন দলের প্রার্থীদের নির্বাচনী পোস্টার সাঁটানোর জন্য এ বোর্ডগুলো লাগানো হয়েছে।
পথচারীদের একজন আজিমপুর নতুন পল্টন লাইনের বাসিন্দা নিউমার্কেটে গার্মেন্টস পোশাক বিক্রেতা প্রতিষ্ঠানের মালিক হাফিজুর রহমান বলেন, নির্বাচন এলেই ঢাকা শহরের দেয়াল বিভিন্ন দলের প্রার্থীদের পোস্টারে সয়লাব হয়ে যায়। যত্রতত্র পোস্টার সাঁটানোর ফলে দেয়ালের সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হয়। এবার নির্বাচন কমিশন অংশগ্রহণকারী প্রার্থীদের পোস্টার সাঁটানোর জন্য দেয়াল তৈরি করে দিচ্ছে। নিঃসন্দেহে এটি ভালো উদ্যোগ। কিন্তু বাস্তবে কি তা মানানো যাবে?
জানা গেছে. ঢাকা -১০ আসনে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের পোস্টার সাঁটানোর জন্য শুধু সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের এ দেয়ালটিই নয়, রাজধানীতে এমন আরও ২১টি স্থান নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেসব স্থানে প্রতি প্রার্থীর জন্য আলাদা বোর্ড করে দেয়া হয়েছে। সেখানে তারা তাদের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে পোস্টার লাগাবেন। এর বাইরে কোথাও পোস্টার লাগাতে পারবেন না প্রার্থীরা।
পোস্টারের জন্য যে ২১টি স্থান নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো- হাজারীবাগ সেকশনের ময়না মার্কেট, হাজারীবাগ উচ্চ বিদ্যালয়, হাজারীবাগ পার্ক, টেনারি মোড়ের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি, গণকটুলী চৌরাস্তা মোড়ের বিডিআর গেট নম্বর-৫, রায়ের বাজারের জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয়, ধানমন্ডি-১৫ নম্বরের কাকলী উচ্চ বিদ্যালয়, ঢাকা সিটি কলেজ সায়েন্স ল্যাবরেটরি, সিটি কলেজের উত্তর পাশের রিফাতুল্লাহ মার্কেট, ঢাকা কলেজ, টিচার্স ট্রেইনিং কলেজ সায়েন্স ল্যাবরেটরি, ধানমন্ডির বিপরীত পাশের সায়েন্স ল্যাবরেটরির টিচার্স ট্রেইনিং কলেজ, ধানমন্ডি রোড নম্বর-৮ নম্বরের শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠ, কলাবাগান ক্রীড়া চক্র মাঠ, হাতিরপুলের মোতালেব প্লাজার বিপরীত পাশের তিন নম্বর রাস্তার মোড়, রাসেল স্কয়ারের নিউ মডেল স্কুল, ধানমন্ডি-৩২ রাসেল স্কয়ার, শুক্রাবাদ উচ্চ বিদ্যালয় বাসস্ট্যান্ড, শুক্রাবাদ উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজ রোডের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল এবং নীলক্ষেত চৌরাস্তা মোড়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট।