আজ রাজ্যজুড়ে একঘণ্টা ছিঃ ছিঃ করবে তৃণমূল

 নেতাজি ইন্ডোরে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সুর বেঁধে দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সুরেই পুরভোটের আগে দিল্লির হিংসা নিয়ে পথে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। বুধবার বেলা ৩টে থেকে ৪টার মধ্যে রাজ্যের ব্লকে ব্লকে ধিক্কার মিছিল করবে তারা। ধিক্কার মিছিলের নাম হবে ছিঃ ছিঃ।

সোমবার নেতাজি ইন্ডোরের সভা থেকেই মিছিলের নামকরণ করেন মুখ্যমন্ত্রী। এদিন সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, স্বৈরাচারী সরকার বিদায় না করা পর্যন্ত সংগ্রাম চলবে।কিন্তু কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। মাধ্য়মিক পরীক্ষা শেষ, বুধবার থেকে বিজেপির বিরুদ্ধে ধিক্কার মিছিলে নামতে হবে।এক ঘণ্টা করে মিছিল হবে সমস্ত ব্লকে। এই ধিক্কার মিছিলের নাম হবে ছিঃ ছিঃ। তিনি বলেন, ওরা নানাভাবে প্ররোচনা দেবে। আপনারা তাতে পা দেবেন না। ওদের ফর্মুলা খেলা-খেলা যুদ্ধ লাগিয়ে ভোট জিতে পালিয়ে যাও। আমরা বিজেপির মতো ঘৃণা শেখাব না, ভালবাসতে শিখব৷

মঙ্গলবার তৃণমূল ভবনে কলকাতার কাউন্সিলরদের বৈঠকে ডাকা হয়েছিল৷ ওই বৈঠকে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় কাউন্সিলরদের আরও একবার মনে করিয়ে দেন, স্বচ্ছ ভাবমূর্তি ও মানুষের সঙ্গে যোগাযোগ রাখার কথা।

কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দেন,পুরভোটের টিকিট পেতে শুধু ভালো কাজ যথেষ্ট না। চাই ভালো ইমেজও। পারিবারিক সম্পর্কের জোরে আর দলের টিকিট মিলবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা,ইমেজ ও কাজ দেখে প্রার্থী বাছাই করবে দল। কোন ওয়ার্ডে কে প্রার্থী হবেন,দলের সিদ্ধান্তই চূড়ান্ত। সংরক্ষণের কারণে কোনও আসনে প্রার্থী বাদ পড়লে, তাঁর পরিবারের কেউ টিকিট পাবেন এমন আশা করবেন না। টিকিট না পেয়ে কেউ দল ছাড়তে চাইলে, যেতে পারেন।

 

আরও