কলকাতায় করোনা আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি বাংলাদেশি নারী
কলকাতায় করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি হয়েছেন এক বাংলাদেশি নারী। জ্বরও, শ্বাসকষ্টসহ একাধিক উপসর্গ রয়েছে তার। ফলে সন্দেহ করা হচ্ছে তিনি করোনাভাইরাসে আক্রান্ত। সম্প্রতি ওই মহিলার স্বামী দুবাই থেকে ফিরেছেন। অপরদিকে ভগবানপুরে ইন্দোনেশিয়া-ফেরত এক যুবককে ঘিরে তৈরি হয়েছে সন্দেহ। তার শরীরেও করোনাভাইরাসের একাধিক উপসর্গ দেখা গেছে।
উল্লেখ্য, ভারতে প্রায় ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত। এ অবস্থায় সাধারণ মানুষকে ভয় না পেয়ে সুস্থ থাকার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
অন্যদিকে, করোনাভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত না হতে আহ্বান জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। ভারত করোনাভাইরাস মোকাবিলায় পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে বলে সংসদে বিবৃতি দিয়ে জানিয়েছেন তিনি।