ইরানে চব্বিশ ঘণ্টায় ৪৯ জনের মৃত্যু
বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে গত চব্বিশ ঘণ্টায় ৪৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৪ জনে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বোরবার পর্যন্ত করোনাভাইরাসে ৬৫৬৬ জন আক্রান্ত হয়েছের। এর মধ্যে ২১৩৪ জন সুস্থ হয়ে ফিরে গেছেন।
গতকাল ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অফিসার কিয়ানুশ জাহানপোর জানান, দেশটিতে নতুন করে ৭৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি আরও জানান, গত চবিশ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪৯ জনের মৃত্যু হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ভাইরাসটি বিশ্বের ১০০টি দেশে ছড়িয়েছে। এতে সারা বিশ্বে এক লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। আর ভাইরাসটিতে সংক্রামক হয়ে সাড়ে তিন হাজার মানুষ মারা গেছেন।