বাগদত্তা নাতাশার সঙ্গে হোলি খেললেন হার্দিক

 সবে চোট-আঘাত সারিয়ে ভারত জাতীয় ক্রিকেট দলে ফিরেছেন হার্দিক পাণ্ডিয়া। এর পর আনন্দ ও হোলি উদযাপন। একসঙ্গে জোড়া উৎসব করলেন তিনি। বাগদত্তা নাতাশা স্তানকোভিচের সঙ্গে চুটিয়ে রঙের খেলা খেললেন ডাকাবুকো ক্রিকেটার।

শুধু কী তাই? সেই সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়া টুইটারে শেয়ার করেছেন হার্দিক। গেল মঙ্গলবার নিজের অনুরাগীদের উদ্দেশে শুভেচ্ছাবার্তা দেন তিনি। পোস্টে এ পেস অলরাউন্ডার লেখেন হ্যাপি হলিডেজ।

হার্দিকের সঙ্গে রঙিন হন তার ভাই ক্রুনাল পাণ্ডিয়াও। সেসব ছবি দিয়ে তারা পোস্ট করেন হোলির অ্যালবাম হ্যাপি হলিডেজ ফ্রম দ্য পাণ্ডিয়াজ # হ্যাপি হোলি।

দীর্ঘ ৫ মাস পর গেল রোববার ভারতীয় দলে ফেরেন হার্দিক। ফলে এমনিতেই খোশ মেজাজে রয়েছেন তিনি। এর মধ্যে বাগদত্তার সঙ্গ পেয়ে আরও উচ্ছ্বসিত হন তিনি। ফেটে পড়েন বাঁধভাঙা উল্লাসে।

এ হোলি-অ্যালবাম পোস্ট করার পর হার্দিককে রঙের উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। তাকে দেয়া শুভেচ্ছাবার্তাসহ তাদের উদযাপনের সব ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।

সম্প্রতি ডিওয়াই পাতিল টি-টোয়েন্টি কাপে এক ম্যাচে ৫৫ বলে ১৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেন হার্দিক। এতে অলরাউন্ড পারফরম্যান্স প্রদর্শন করে নিজের ফিটনেসও প্রমাণ করেন তিনি।

গেল কয়েক মাস পিঠের নিচের অংশে চোট-আঘাত সমস্যায় ভোগেন হার্দিক। শেষ পর্যন্ত লন্ডনে গিয়ে অস্ত্রোপচার করান তিনি। এর পর কিছু দিন বিশ্রামে ছিলেন ভারতীয় ক্রিকেটের এ উজ্জ্বল নক্ষত্র।

এর আগে সবশেষ বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন হার্দিক। এর পর ঘরের মাঠে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে দলের বাইরেই ছিলেন তিনি।

দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়ায় রয়েছেন হার্দিক। ১৩তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগে ভারতের শেষ আন্তর্জাতিক সিরিজ এটি। এতে নিশ্চিত খেলছেন ২৬ বছর বয়সী অলরাউন্ডার।

 

আরও