মেয়র নাছিরের সেলফি
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে প্রতিষ্ঠানটির পঞ্চম নির্বাচিত পরিষদ বুধবার চার বছর আট মাস পূর্ণ করেছে।
এদিন দুপুরে নগরের থিয়েটার ইনস্টিটিউট অডিটোরিয়ামে চসিকের ৫৬তম সাধারণসভা অনুষ্ঠিত হয়। চারটি মাসিক সাধারণসভা অনুষ্ঠানের পর মেয়াদ পূর্ণ হবে এ পরিষদের।
সিটি কর্পোরেশনের আগামী পরিষদের সাধারণসভায় থাকবেন না এখানের অনেকেই। সেই স্মৃতি ধরে রাখতে সাধারণসভায় অংশ নেয়া কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর, চসিকের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সেলফি তুললেন নাছির।
২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
সেদিন রাতেই আ জ ম নাছিরকে নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণা করে। কিন্তু আইনি জটিলতায় প্রায় তিন মাস পর তিনি দায়িত্ব নেন। সে হিসাবে নতুন মেয়র নির্বাচিত হলেও আগামী আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করার কথা তার।
মেয়র নাছির বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনস্বার্থের কথা বিবেচনায় রেখে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে চসিকের পূর্বনির্ধারিত সব ধরনের জমায়েত বা সমাবেশ বাতিল করা হয়েছে।
তিনি বলেন, সকালে চসিক পুরনো কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও কেককাটা হবে। এ ছাড়া চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামসহ নগরীর ৪১ ওয়ার্ডে রাত ৮টায় আতশবাজি পোড়ানো হবে।