ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল যুবকের
মানিকগঞ্জের হরিরামপুরে কাঠবোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে লিটন প্রামাণিক (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) ভোর ৬টার দিকে উপজেলার কৌড়ি আলমদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিটন উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের আফছার প্রামাণিকের ছেলে।
হরিরামপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন জানান, ভোরে মানিকগঞ্জগামী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই ট্রাকের সংর্ঘষ হয়। এতে অটোরিকশার চালকসহ তিন যাত্রী আহত হন। পরে আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে লিটনের মৃত্যু হয়।