করোনায় আদালত কীভাবে চলবে সিদ্ধান্ত হবে মিটিংয়ে : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, করোনাভাইরাস নিয়ে আমরা সচেতন। বতর্মানে উচ্চ আদালতে অবকাশ চলছে। বিচারপ্রার্থীসহ সবার বিষয় চিন্তা করে অবকাশের পর আদালত কীভাবে চলবে এ ব্যাপারে আমরা সব বিচারপতি মিটিং করে সিদ্ধান্ত নেব।

মুজিববর্ষ উপলক্ষে বুধবার (১৮ মার্চ) দুপুরে সুপ্রিম কোর্টের সামনে ফোয়ারার পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

কর্মসূচিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি শুরু হয় গত রোববার থেকে। চলবে ২৮ মার্চ পর্যন্ত।

 

আরও