করোনা ভাইরাসে নয়জনের মৃত্যু কানাডায়, আক্রান্তের সংখ্যা ছয়শতাধিক
প্রতিদিনই কানাডায় বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুর মিছিল। এখন পর্যন্ত কানাডায় করোনা ভাইরাসে আট জনের মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৬৯ এ দাড়িয়েছে।
কানাডায় করোনা ভাইরাসে আক্রান্ত ৫৬৯ জনের মধ্যে সর্বোচ্চ অন্টারিও প্রদেশে ১৮৯ জন, ব্রিটিশ কলম্বিয়ায় ১৮৬ জন, আলবার্টায় ৯৭ জন, ক্যুইবেকে ৭৪ জন, ম্যানিটোবায় ৮ জন, সাসকাচুয়ানে ২ জন আক্রান্ত হয়েছেন বলে সর্বশেষ তথ্য জানিয়েছে সরকারি ওয়েবসাইট। এছাড়া ২৬ জনকে সম্ভাব্য হিসেবে আইসোলেশনে রাখা হয়েছে।
করোনা ভাইরাসে আক্রান্ত ৫৬৯ জনের মধ্যে ৪৭ শতাংশ নারী, ৬০ এর অধিক বয়সী ৩২ শতাংশ, হাসপাতালে চিকিৎসাধীন ১২ শতাংশ, ভ্রমণজনিত কারণে ৭৪ শতাংশ এবং তাদের সংস্পর্শে আসা ১১ শতাংশ।