টাঙ্গাইলে ২০১ গম্বুজ মসজিদে জুমার নামাজ বন্ধ ঘোষণা
করোনাভাইরাস আতঙ্কে টাঙ্গাইলের গোপালপুরে ঐতিহ্যবাহী ২০১ গম্বুজ মসজিদে শুক্রবারের জুমার নামাজ স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার মসজিদটির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম এ স্থগিতাদেশের সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে বাংলাদেশে এ রোগ সনাক্ত হওয়ার পর বুধবার এ রোগে একজনের মৃত্যুও হয়েছে। জেলার গোপালপুরের ২০১ গম্বুজ মসজিদে আগত হাজার হাজার দর্শনার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য এ মসজিদে সাময়িকভাবে জুমার নামাজ স্থগিত করা হয়েছে।
দর্শনার্থী ও মুসুল্লিদের সাময়িক এ অসুবিধার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি পরবর্তী সিদ্ধান্ত জানানোর আশ্বাস দেন।
প্রসঙ্গত, এই মসজিদটি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে নির্মিত হচ্ছে। বিশ্বের সর্বোচ্চ সংখ্যক গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ এটি। ২০১টি গম্বুজ ও ৯টি সু-উচ্চ মিনার দিয়ে সজ্জিত একটি পূর্ণাঙ্গ মসজিদ কমপ্লেক্স হিসেবে এই মসজিদের নকশা করা হয়েছে। মসজিদটির নির্মাণ কাজ শেষ পর্যায়ে।