মালয়েশিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০৩০
করোনাভাইরাস বর্তমান বিশ্বের ১৭৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ফলে গোটা বিশ্বেই বিরাজ করছে চরম আতঙ্ক। মালয়েশিয়ায়ও ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে এ ভাইরাস। মালয়েশিয়ায় আজ নতুন করে আরও আক্রান্ত হয়েছেন ১৩০ জন। এবং এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০৩০ জন। এ ঘটনায় মারা গেছেন দুজন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ জন।
এদিকে, প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে মালয়েশিয়ায় চলছে দুই সপ্তাহের নিয়ন্ত্রণ আদেশ। ১৮ মার্চ থেকে শুরু হওয়া নিয়ন্ত্রণ আদেশ ঘোষণার পর থেকে পুরো দেশটির পথঘাট এখন জনশূন্য। সব জায়গায় সুনসান নীরবতা। চলছে রাস্তা ঘাটে চেকিং।
এদিকে আজ মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোব এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি সামাল দিতে রবিবার থেকে দেশটিতে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।