স্পেনে একদিনে রেকর্ড ৩৯৪ জনের মৃত্যু
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় স্পেনে ৩৯৪ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া, দেশটিতে নতুন করে আরও ৩ হাজার ৬৪৬ জন আক্রান্ত হয়েছে। ফলে আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৫৭২।
রোববার আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় স্পেনে সর্বাধিক ৩৯৪ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর হার আগের চেয়ে ৩০ শতাংশ বেশি। দেশটিতে এখন পর্যন্ত এ আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ৭২০ জন।
এ পরিস্থিতিতে ১৪ মার্চ দেশটিতে জারি করা জরুরি অবস্থার মেয়াদ আরও ১৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।