এবার করোনা ভাইরাসের কবলে মার্কিন বিমানবাহী রণতরী- আক্রান্ত নাবিকদের দ্রুত স্থানান্তরে ক্যাপ্টেনের জরুরী বার্তা
সাকের মোস্তাফা চৌধূরী : এবার করোনা ভাইরাসের কবলে পড়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউ,এস,এস থিওডোর রুজভেল্টের নাবিকগণ। যুদ্ধজাহাজটির ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ার সংক্রমন রোধে করোনা ভাইরাসে আক্রান্ত নাবিকদের অতিসত্বর অন্যত্র স্থানান্তরের জন্য মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন কতৃপক্ষের কাছে জরুরী বার্তা পাঠিয়েছেন। উক্ত রণতরীতে কর্মরত পাঁচ হাজারের মত নাবিকের মধ্যে সঠিক কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সে সংখ্যাটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গত সপ্তাহে প্রশান্ত মহাসাগরে অবস্থানরত ঐ যুদ্ধজাহাজটিতে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হবার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এরপর থেকে যুদ্ধজাহাজটি পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত মার্কিন ঘাঁটি গোয়ামে নোঙর করা আছে।