জার্মানিতে মৃত্যুর মিছিলে যোগ হলো আরও ১৪১ জন
প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের অন্তত ২০০টি দেশে ছড়িয়ে পড়েছে। এ ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১১ লাখ ৩০ হাজার এবং মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। এছাড়াও এ ভাইরাস থেকে সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন ২ লাখ ২৩৫ হাজার।
এদিকে, গত ২৪ ঘণ্টায় জার্মানিতে করোনা আক্রান্ত মারা গেছেন আরও ১৪১ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৭৫ জনে।
শনিবার দেশটির রোগ ও নিয়ন্ত্রণ সংস্থা দ্য রবার্ট কোচ ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।
বর্তমানে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৯১ হাজার ১৫৯ জন । এছাড়াও করোনায় সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৪ হাজার ৫৭৫ জন।