বাঘেরও নিস্তার নেই- এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলো নিউ ইয়র্কের চিড়িয়াখানার বাঘ
নাদিয়া নামে নিউ ইয়র্কের ব্রংক্স চিড়িয়াখানার একটি বাঘ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মর্মে খবর পাওয়া গেছে। কোন বাঘের করোনা ভাইরাসে আক্রান্ত হবার ঘটনা এটাই প্রথম। ব্রংক্স চিড়িয়াখানার চার বছর বয়সী মালয় প্রজাতির ঐ বাঘটির শুস্ক কাশির লক্ষণ দেখা দিলে পরীক্ষার পর করোনা ভাইরাসে আক্রান্ত হবার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তবে বাঘটি দ্রুতই আরোগ্য লাভ করবে বলে চিড়িয়াখানা কতৃপক্ষ আশা করছেন।
ব্রংক্স চিড়িয়াখানার বন্যপ্রাণী সংরক্ষণ কতৃপক্ষ এক সংবাদ সম্মেলনে বিষয়টি সকলের গোচরীভূত করেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের বন্যপ্রাণী অধিদপ্তরের সূত্রে জানা যায়,
নাদিয়া এবং ঐ চিড়িয়াখানার আরো পাঁচটি বাঘ ও সিংহের শ্বাসকষ্টজনিত লক্ষণ দেখা দিলে তাদের শ্লেষ্মার নমুনা পরীক্ষা করা হয়। তবে অন্য কোন প্রাণীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
চিড়িয়াখানা কতৃপক্ষ আরো জানান যে, ক্ষুধামান্দ্য জনিত কিছু সমস্যা ছাড়া পশু চিকিৎসকদের নিবিড় তত্বাবধানে ঐ বাঘ-সিংহগুলো শারীরিকভাবে সুস্থই আছে এবং চিড়িয়াখানার তত্বাবধায়কদের সাথে দৈনন্দিন স্বাভাবিক আচরণ করছে।
চিড়িয়াখানার এক মুখপাত্র বলেন, “নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হলে ভিন্ন ভিন্ন প্রাণীর প্রতিক্রিয়া ভিন্ন রকমের হতে পারে, সেহেতু বড় বিড়াল প্রজাতির ঐ প্রাণীগুলির দেহে করোনা ভাইরাসজনিত লক্ষণগুলো ঠিক কি রকমের হতে পারে তা নিয়ে পরীক্ষা চলছে। আমরা সেগুলিকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি এবং আশা করছি আক্রান্ত বাঘটি দ্রুতই সেরে উঠবে।”
ঐ চিড়িয়াখানার মূখ্য পশু চিকিৎসক ডাঃ পল স্যালে তার ফেইসবুক একাউন্টে এ সংক্রান্ত একটি পোস্ট দেন। সেখানে তিনি উল্লেখ করেন বন্যপ্রাণী স্কুলের একটি পরীক্ষাগারে নাদিয়া নামের ঐ বাঘের কোভিড-১৯ রোগে আক্রান্ত হবার পরীক্ষা করা হয় যা সাধারণ জনগণের জন্য নির্ধারিত পরীক্ষাগার থেকে ভিন্ন।
চিড়িয়াখানা কতৃপক্ষের মতে করোনা ভাইরাসে আক্রান্ত এক কর্মচারীর মাধ্যমে বাঘটি এ ভাইরাসে আক্রান্ত হয়, যদিও ঐ কর্মচারীর শরীরে করোনা ভাইরাসে আক্রান্তের কোন লক্ষণ দৃশ্যত হয়নি।
মার্চের ১৬ তারিখ থেকে ঐ চিড়িয়াখানাখাটি দর্শকদের জন্য বন্ধ রাখা হয়েছে।
সূত্র- সি,এন,এন