প্রেসিডেন্ট ট্রাম্পের আকস্মিক ঘোষণা- যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে স্থগিত হতে যাচ্ছে অভিবাসন
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন সাময়িকভাবে স্থগিতকরণ সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করতে যাচ্ছেন। করোনা ভাইরাসকে অদৃশ্য শত্রু আখ্যায়িত করে ২০শে এপ্রিল অপরান্হে প্রদত্ত এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেন, “আমি অদৃশ্য শত্রুর আক্রমন এবং একইসাথে যুক্তরাষ্ট্রের সকল মহতী নাগরিকদের চাকরী রক্ষার তাগিদে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন সাময়িকভাবে স্থগিতকরণ সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করতে যাচ্ছি।”