রমজানের আগেই অসহায় শিল্পীদের পাশে দাঁড়ালেন ডিপজল
রমজান মাস শুরু হওয়ার আগেই আবারও ঢাকাই সিনেমার অসহায় শিল্পী কলাকুশলীদের পাশে দাঁড়ালেন প্রযোজক ও জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সম্প্রতি ৩৫০ শিল্পী ও ১৫০ জন কলাকুশলীর জন্য খাবার পাঠিয়েছেন তিনি।
জানা গেছে, বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মাধ্যমে এফডিসির বিভিন্ন সমিতিতে খাবারের প্যাকেট পাঠিয়েছেন ডিপজল। এরই মধ্যে অনেকে চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে খাবার সামগ্রী সংগ্রহ শুরু করেছেন। যারা এফডিসিতে যেতে পারবেন না, তাদের ঘরে ডিপজলের দেওয়া এই উপহার পৌঁছানোর ব্যবস্থা করবে শিল্পী সমিতি।
ডিপজল বলেন, আমি আমার সাধ্যমতো সবার সঙ্গে থাকার চেষ্টা করে যাব। একটা কথা বলে রাখা ভালো আমি কাউকে ত্রাণ দিচ্ছি না। এগুলো আমার সহকর্মীদের জন্য রোজার উপহার।
প্রাণঘাতী করোনাভাইরাস গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। এখন পর্যন্ত সারাবিশ্বে ২৭ লাখ২৬ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এ ভাইরাসে। তার মধ্যে প্রাণ হারিয়েছে ১ লাখ ৯১ হাজারেরও বেশি মানুষ। ।
চীন থেকে এ ভাইরাসের উৎপত্তি হলেও ইউরোপজুড়েই করোনা ভয়াবহ হয়ে উঠেছে। বাংলাদেশেও করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১৮৬ জন। মারা গেছেন ১২৭ জন।
উল্লেখ্য, শিল্পীদের ছাড়াও এরই মধ্যে প্রায় এক হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছেন ডিপজল। সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় নিজ শুটিংবাড়ি ডিপু ভিলায় এক হাজার পরিবারকে সহযোগীতা করেছেন তিনি।