নারী কাউন্সিলরদের সাথে আজ বৈঠকে বসছেন মেয়র
সিসিকের সংরক্ষিত আসনের কাউন্সিলরবৃন্দের সাথে বৈঠকে বসছেন মেয়র আরিফুল হক চৌধুরী। আজ ৮ মে শুক্রবার যেকোনো সময়ে এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংরক্ষিত আসনের এক নারী কাউন্সিলর। নারী কাউন্সিলররা এর আগে এক বৈঠক থেকে গতকাল বৃহস্পতিবার নগর ভবনের সামনে প্রতিকী অবস্থানের ডাক দেয়। কিন্তু বুধবার রাতে অনাকাঙ্খিত ঘটনায় একজন সংক্ষিত কাউন্সিলর হাসপাতাল ভর্তি হলে বৃহস্পতিবারের অবস্থান কর্মসুচী বাতিল ঘোষণা করা হয়।
জানাগেছে, করোনা ভাইরাসের সংকটকালে সিলেট সিটি কর্পোরেনের নির্বাচিত ৯ জন নারী কাউন্সিলরদের ত্রাণ বিতরণে সম্পৃক্ত না করার প্রতিবাদে ফুঁসে উঠেন। বিষয়টি নিয়ে দফায় দফার মেয়রের সাথে বৈঠক করা হলেও বারবার বৈষম্যের শিকার হন নারী কাউন্সিলররা। বিষয়টির সুরাহা না হওয়ায় আন্দোলনে সামিল হন সিসিকের ৭ কাউন্সিলর।