গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ধসে পড়ল বাড়ির একাংশ, দগ্ধ ৭
আশুলিয়া জামগড়ায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়েছেন। বিস্ফোরণেদোতালা বাড়ির একাংশ ধসে পড়েছে।
মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে জামগড়া এলাকার একটি দোতলা বাড়ির দ্বিতীয় তলায় এ বিস্ফোরণ হয়।
দগ্ধদেরকে পাঁচজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মোসা. লিমা খানম জানান, বিস্ফোরণে দ্বিতীয় তলার চারটি রুমের মধ্যে দুটি ধসে পড়ে। বাসায় থাকা সাতজন দগ্ধ হয়।
পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৭টায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে। দগ্ধদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
তাৎক্ষণিক দগ্ধদের পরিচয় জানা সম্ভব হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
বান ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, পাঁচজনকে এখানে ভর্তি করা হয়েছে। তাদের সর্বোচ্চ ৪৫ শতাংশ দগ্ধ রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে ধরা হচ্ছে।