সিলেটে ঈদ-উল-ফিতরের প্রধান জামাতে সিসিক মেয়র
সিলেট মহানগরে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী । এবার ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হলো হযরত শাহজালাল (র.) জামে মসজিদে।
সিলেটের ঈদের প্রধান জামাত ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়ে আসলেও গত বছরের মতো এবারও ঈদ-উল-ফিতরে সেখানে জামাত হচ্ছে না। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে নগরের মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ঈদের সকল আনুষ্ঠানিকতা পালনের আহবান জানান সিসিক মেয়র।