বিয়ানীবাজার সমিতি অব টরোন্টো, বার্ষিক বনভোজন ‘২০২২ অনুষ্ঠিত
গত ১৭-শে জুলাই (রোববার) স্কারবোরোস্থ বার্চমাউন্ট লামারুয়েক্স পার্কে অনুষ্ঠিত হয় বিয়ানীবাজার সমিতি অব টরোন্টো, কর্তৃক আয়োজিত বার্ষিক বনভোজন ২০২২ । প্রতিবছরের মত এবারও বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় এই সুবিশাল আয়োজন।
আয়োজনের একটি বড় আকর্ষণ ছিল ক্রীড়া প্রতিযোগিতা যার মধ্যে ছিল ছোটদের বিভিন্ন বিভাগে দৌড় প্রতিযোগিতা ।