সড়ক দুর্ঘটনায় নিহত শাহরিয়ার এবং দীপ্ত এর লাশ আজ বাংলাদেশে পাঠানো হচ্ছে।

মাছুমুর রহমান বাপ্পি:-  কানাডার টরেন্টোতে গত ১৩ই ফেব্রুয়ারি হাইওয়েতে এক্সিট নেবার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত শাহরিয়ার মাহির খান এবং আরিয়ান আলম দীপ্তর মরদেহ আজ মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি টরন্টো সময় রাত দশটা চল্লিশ মিনিটে টার্কিস এয়ারলাইন্সে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে। এই মরদেহ দুটি ও দেশে পাঠানের দায়িত্বে থাকা কেনেডিয়ান বাংলাদেশি ইসলামিক ফিনালের সার্ভিসের ডাইরেক্টর খছরুজ্জামান চৌধুরী দুলু ও সংস্থা ইকো বিষয়টি নিশ্চিত করেছে।
জনাব দুলুর কাছ থেকে আরো জানতে পারলাম গত কাল ২৭ শে ফেব্রুয়ারি রাত এক ঘটিকার সময় তিনি ও তার টিম, শাহরিয়ার এবং দীপ্তর মরদেহ বিশেষ কফিনের মাধ্যমে দেশে পাঠানোর জন্য সমস্ত  কার্যক্রম শেষ করেন। অন্টারিও প্রদেশের সকল নিয়ম অনুযায়ী কাগজ পত্র
তৈরি করতে কিছুটা সময় লেগেছিল।

এদিকে একই দুর্ঘটনায় নিহত আরেকজন এঞ্জেলা শ্রেয়া বাড়ৈ এর মরদেহ ইতিমধ্যে টার্কিশ এয়ারলাইন্সের মাধ্যমে বাংলাদেশ প্রেরন করা হয়েছে এবং গুরুতরভাবে আহত অবস্থায় শিল্পী কুমার বিশ্বজিৎ এর ছেলে নিবির কুমার এখনো টরেন্টোর সেইন্ট মাইকেল হসপিটালে চিকিৎসাধীন আছে এবং তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে ।

আরও