জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর নব-নির্বাচিত কার্যকরী পরিষদের (২০২৩-২০২৬) প্রথম সভা অনুষ্ঠিত
গত ২৬ ফেব্রুয়ারী টরন্টোরে ধানসিঁড়ি রেস্টুরেন্টে জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ (২০২৩-২০২৬) এর প্রথম সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাহবুব চৌধুরী (রনি) এর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক এজাজ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় সংগঠনের এই বছরের কর্মপরিকল্পনা নিয়ে বিষদভাবে আলোচনা করা হয়। সভার শুরুতেই সংগঠনের নব-নির্বাচিত সহ-ধর্ম সম্পাদক আলী হোসেনের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া পরিচালনা করা হয়। এরপর সভাপতি মাহবুব চৌধুরী এবং অর্থ সম্পাদক ফারুক আহমেদ আগের কমিটির কাছ থেকে বুঝে পাওয়া আর্থিক লেনদেন এবং সংগঠনের ব্যাঙ্ক হিসাবের তথ্যাদি কার্যকরী কমিটির সদস্যদের সামনে তুলে ধরেন। এসময় বছর শেষে একটি এ.জি.এমের মাধ্যমে সংগঠনের যাবতীয় আর্থিক লেনদেনের তথ্যাদি সংগঠনের সদস্যদের কাছে প্রকাশ করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কার্যকরী কমিটির সভায় এপ্রিলের ৯ তারিখ সংগঠনের ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয় এবং ধর্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরীকে আহ্বায়ক করে একটি ইফতার কমিটি গঠন করা হয়। এছাড়াও সভায় মে মাসে অনুষ্ঠিতব্য নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান, ক্রিকেট ও ফুটবল টুর্ণামেন্ট এবং সম্ভাব্য অন্যান্য সামাজিক ও দাতব্য কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বেশ কিছুদিন ধরে কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে নামে-বেনামে জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর নামে অপপ্রচার চালিয়ে আসছে এবং সাবেক ও বর্তমান সদস্য এবং তাদের পরিবারবর্গকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে আসছে। কার্যনির্বাহী কমিটির মহিলা সদস্যদের বিশেষভাবে আক্রমণের লক্ষবস্তুতে পরিনত করা হয়েছে। কার্যনির্বাহী পরিষদের সভায় এধরনের অগ্রহনযোগ্য কর্মকান্ডের প্রতি নিন্দা জ্ঞাপন করা হয় এবং এধরণের কর্মকান্ড প্রতিরোধে সাংগঠনিক এবং আইনী ব্যাবস্হা নেয়ার লক্ষে কমিটির কার্যনির্বাহী সদস্য মেহেদী চৌধুরীকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়।
সভায় উপস্হিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন, সহ-সভাপতি(মৌলভীবাজার) স্বর্নালী মুক্তা , সহ-সভাপতি(সুনামগঞ্জ) ফজলুল করিম , সহ-সভাপতি (হবিগঞ্জ) আসজাদ বখত চৌধুরী, আবু জহির শাকিব (সহ-সাধারণ সম্পাদক), রাসেল আহমেদ (সাংগঠনিক সম্পাদক), মনসুর আহমেদ (সহ-সাংগঠনিক সম্পাদক), আব্দুস সালাম (দপ্তর সম্পাদক), ফারুক আহমেদ (অর্থ সম্পাদক), হাসান তারেক ইমাম (প্রচার সম্পাদক), তাফাসিন চৌধুরী (তথ্য ও প্রযুক্তি সম্পাদক), হাবিবুর রহমান চৌধুরী (ধর্ম সম্পাদক), নাহিদ আহমেদ (সহ-ক্রীড়া সম্পাদক), জাহানারা নাসিমা (মহিলা সম্পাদক), তাহমিনা চৌধুরী (সহ-মহিলা সম্পাদক), বিবেক সেন (কার্যকরী সদস্য) এবং মেহেদী রেদোয়ান চৌধুরী (কার্যকরী সদস্য), ।