আসছে জমজমাট ‘বিসিই ঈদ গালা নাইট’
ভোরের আলো রিপোর্ট: ঈদ মানে খুশি। ঈদ মানে আনন্দ।প্রবাসে এই ঈদের আনন্দকে রাঙ্গিয়ে তুলতে আসছে ‘বিসিইঈদ গালা নাইট’ এর । ফেসবুক গ্রুপ বাংলাদেশি কানাডিয়ান এক্সপ্লোরার (বিসিই) এর আয়োজনে জমকালো এ অনুষ্ঠানটি হবে ১২ ই মে শুক্রবার। টরেন্টোর গ্র্যান্ড সিনেমুন বেনকুইটএন্ড কনভেনশন হলে অনুষ্ঠেয় থাকবে নতুনত্বে ভরপুর। আয়োজক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ঈদ গালা নাইটটি সন্ধ্যা ছয়টায় শুরু হয়ে চলবে মধ্যরাত অবধি। থেমে থেমে চলবে গান, ফটোগ্রাফি, ফটো বুথ, র্যাফেল ড্র ও নাচ। সুস্বাদু ডিনারের পর ভারতীয় ডিজের ঝঙ্কারে মাতোয়ারা হবেন চার শতাধিক অতিথি। আয়োজকদের অন্যতম শাহানা বেগম বলেন, বাংলাদেশি ও ভারতীয় শিল্পীরা আমাদের অনুষ্ঠানে গান পরিবেশন করবেন। এছাড়া ডিজে পরিবেশন করবেন একজন নামী ডিজে। যিনি সুরের খেলায় সবাইকে মাতিয়ে রাখবেন। এছাড়া বাংলাদেশি জনপ্রিয় গান, নাচ এবং সুস্বাদু ডিনারসহ নানা আয়োজন থাকবে। আয়োজক নাহিদ নাসরীন বলেন, গালা নাইটের অনুষ্ঠান পরিকল্পনায় আমরা নতুনত্ব আনার চেষ্টা থাকছে। কানাডার বিভিন্ন শহরে বসবাসরত আমাদের ফেসবুক গ্রুপের সদস্যসহ কমিউনিটির অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছেন। ভাল কিছু করবো, এ আশা ও প্রত্যাশা দুটোই রয়েছে আমাদের। আয়োজকরা এরই মধ্যে নিজেদের অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। কেউ চাইলে sahana.kaniz@yahoo.ca এই ই-মেইলে ই-ট্টান্সফার করে রেজিস্ট্রেশন করতে পারবেন। পূর্ণ বয়ষ্কদের এন্ট্রি ফি ৪৫ ডলার, সাত থেকে ১৩ বছর বয়সীদের জন্য ২৫ ডলার এবং সাত বছরের নিচের বাচ্চাদের প্রবেশাধিকার ফ্রি রাখা হয়েছে।