টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে সিলেটে পুরস্কার পেলেন ৪০ জন
প্রকাশিত হয়েছে : ১:০০:৫১,অপরাহ্ন ২৩ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৪৪ বার পঠিত
সিলেটে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেয়েছেন ৪০ শিশু-কিশোর। শনিবার সকাল ১০ টায় সিলেট নগরীর তেররতন এলাকাবাসী ও প্রবাসীদের উদ্যোগ তেররতন জামে মসজিদ এর সামনে এ পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় তেররতন মসজিদের সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আহাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
এ সময় বক্তব্য রাখেন তেররতন জামে মসজিদের ইমাম মাওলানা রায়হান উদ্দিন, মো মকবুল হোসেন, মো ফনিক মিয়া, হাজী বেলাল আহমদ, আনসার হোসেন সেলিম, ছালেহ আহমদ খান, কামাল মিয়া, আব্দুল হক, ফটিক মিয়া, হারিছ মিয়া, আক্তার হোসেন, আব্দুল মালেক, জালাল আহমদ সাহেদ, এনাম, আব্দুল মুকিত, আবুল কাশেম সাজু, মোরাদ, ডাঃ অহিদুর রহমান, রুহেল আহমেদ খান, পারভেজ, আব্দুল্লা, কবির হোসেন, রহিম আলি, হুমায়ুন কবির, বজলুর রশিদ, শিপলু, দিলোয়ার হোসেন দিনার, মাহবুব আহমদ, কয়েস আহমেদ, লিটন আহমদ, মুহিন আহমদ, আব্দুল গফফার, মান্না আহমদ, মাসুম আহমদ, আলি আহমদ আলম, রাহাত আহমদ রোমান, নাজিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মো. নাজিম উদ্দীন। স্বাগত ব্ক্তব্য রাখেন হাফিজ দেলওয়ার আহমদ।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বাই সাইকেল, স্কুল ব্যাগ, ছাতা, কোরআন শরিফ, জায়নামাজ, পাঞ্জাবী, মেসওয়াক, টুপি, পাঞ্জাবি ও মেসওয়াক প্রদান করা হয়।