১৫ ঘণ্টায় সারা দেশে ১১টি যানবাহনে আগুন
প্রকাশিত হয়েছে : ৬:৪১:২৯,অপরাহ্ন ১৯ নভেম্বর ২০২৩ | সংবাদটি ৫৫ বার পঠিত
তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের আগের দিন শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে আজ (রোববার) সকাল ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টায় সারা দেশে ১১টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, ঢাকা সিটিতে ৫টি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, জয়পুরহাট) ৩টি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, কুমিল্লা) ২টি এবং ময়মনসিংহ বিভাগে (জামালপুর) ১টি আগুনের ঘটনা ঘটে।
এসব আগুনের ঘটনায় ৬টি বাস, ১টি কাভার্ড ভ্যান, ১টি ট্রাক, ১টি সিএনজি, ১টি পিকআপ, ১টি ট্রেন (তিনটি বগি) পুড়ে যায়। আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০ ইউনিট ও ১০৭ জন জনবল কাজ করেছে।