শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট একজনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১২:৫৫:৫৩,অপরাহ্ন ০৮ জুলাই ২০২৪ | সংবাদটি ৪১ বার পঠিত
সুনামগঞ্জের শাল্লা উপজেলার হাওরে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৪ সন্তানের জনক সমেদ মিয়া (৫০) নাম এক ব্যাক্তি মারা গেছেন। তিনি উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও নতুন পাড়া গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, রোববার (৯ জুলাই) দুপুরে হাওরে নৌকা চালাচলের সময় পল্লীবিদ্যুতের নীচু তারের সংস্পর্শে চলে আসেন।এসময় বৈদ্যুতিক লাইন বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক থাকা তিনি ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট মারা যান।
এ ঘটনায় সমাজকর্মী মোহাম্মদ মামুন পল্লীবিদ্যুতের দায়িত্বে অবহেলাকে দায়ী করে বলেন, পল্লীবিদ্যুতের দায়িত্বে অবহেলা কারণে এসব দুর্ঘটনা ঘটছে।তাদের যে ইমার্জেন্সি কন্ট্রাক্ট নাম্বার আছে সেটা শতবার ফোন দিলেও ফোন রিসিভ করেনা। আমরা যে কারো সমস্যার কথা জেনে ফোন দিলে সেটা আর রিসিভ হয় না। পানি যেহেতু বেশি কাজেই তাদের উচিত লাইনগুলো নিয়মিত ভিজিট করা। যেখানে লাইন নীচু সেখানে উপরে উঠানোর ব্যবস্থা করা নতুবা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা। এভাবে কারো জীবন চলে যাওয়া কাম্য নয়।
এবিষয়ে শাল্লার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।