আন্দোলনের নামে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতিহত করা হবে : প্রতিমন্ত্রী শফিকুর
প্রকাশিত হয়েছে : ১১:১১:২৭,অপরাহ্ন ০৩ আগস্ট ২০২৪ | সংবাদটি ১৭ বার পঠিত
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, বিএনপি-জামায়ত সাধারণ শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে সারাদেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। তারা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করে সরকার পতনের স্বপ্ন দেখছে। তারা সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে আন্দোলন ছিনতাইয়ের মাধ্যমে সারাদেশে অস্থির পরিবেশ তৈরি করতে চায়। তারা রাষ্ট্রীয় জানমালের অনেক ক্ষয়ক্ষতি করেছে। এখনো তা অব্যাহত রেখেছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীদের কোটার দাবি মেনে নিয়েছেন। অন্যান্য দাবিগুলোও পূরণ করা হবে। সেজন্য সাধারণ শিক্ষার্থীরা তাদের আন্দোলন থেকে সড়ে এসে বিবৃতিও দিয়েছে। তাদের দাবির প্রতিফলন হোক আমরাও চাই।
আমরা কোনো ধরনের সংঘাত চাই না। একটা মৃত্যুও কাম্য নয়। তবে বিএনপি-জামায়ত সুযোগ নিয়ে যদি সারাদেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে আমরা জনগণের পক্ষে আছি এবং তা শক্তহাতে প্রতিহত করা হবে। তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে শিক্ষার্থী সহ সাধারণ মানুষের পাশে কাজ করার আহবান জানান।
শনিবার (৩রা আগস্ট ২০২৪ইং) দুপুর ১২টায় টুকেরবাজার তেমুখী পয়েন্টে ও মদিনা মার্কেট এলাকায় সদর উপজেলা আওয়ামী লীগ এবং ৮নং ও ৯নং ওয়ার্ডের স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সারাদেশব্যপী বিএনপি-জামায়াতের
নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে
শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তেমুখী পয়েন্টে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিরন মিয়ার পরিচালনায় শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দীন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেন। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, অধ্যক্ষ সুজাত আলী রফিক, এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, নূরে আলম সিরাজী, মকসুদ আহমদ, শাহবুদ্দিন লাল,নেফাজ উদ্দিন, আফতাব সিরাজী।
অপরদিকে মদিনা মার্কেট এলাকায় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাউন্সিলর জগদীশ চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মখলিছুর রহমান কামরান, ৯নং ওয়ার্ড সভাপতি কামাল আহমদ, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু।
এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী, এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য এডভোকেট রনজিৎ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, বিধান কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, তথ্য ও গবেষণা সম্পাদক মবশ্বির আলী, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন লোকমান, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মো: সাকির আহমদ, জেলা ও মহানগরের উপ-দপ্তর সম্পাদক মো: মজির উদ্দিন, অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কার্যনির্বাহী সদস্য ডা: নাজরা চৌধুরী, এম কে শফি চৌধুরী এলিম, মুক্তার খান, এডভোকেট জাহিদ সারওয়ার সবুজ, এমরুল হাসান, সুদীপ দেব, সৈয়দ কামাল,সাইফুল আলম স্বপন, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, ইলিয়াছ আহমেদ জুয়েল, অঙ্গ ও সহযোগী সংগঠনের মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ধ্রুব জ্যোতি দে, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানারা বেগম, জেলা যুবলীগের সভাপতি ভিপি শামীম আহমদ, সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক সম্পাদক মুসফিক জায়গিরদার, মহানগর কৃষকলীগের সভাপতি আব্দুল মোমিন চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব বাবলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ২নং ওয়ার্ড কাউন্সিলর বিক্রম কর সম্রাট, তাঁতী লীগের সভাপতি নোমান আহমদ, সাধারণ সম্পাদক শেখ আবুল হাসনাত বুলবুল, মহানগর মৎস্যজীবী লীগের আহবায়ক মো: সালেহ আহমদ, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাঈম আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিবৃন্দ মুফতি আব্দুল খাবির, আব্দুর রব হাজারী, মুহিবুর রহমান ছাবু,সালউদ্দিন বক্স সালাই, রোকন আহমদ, আনোয়ার হোসেন আনার, সাজোয়ান আহমদ, জালালউদ্দিন শাবুল, ইসমাইল মাহমুদ সুজন, ফয়ছল আক্তার ছোবহানী, আব্দুস সালাম শাহেদ, মোঃ ছয়েফ খাঁন, ও সাধারণ সম্পাদবৃন্দ সৈয়দ আনোয়ারুস সাদাত, সোয়েব বাছিত, জাহিদুল হোসেন মাসুদ, জায়েদ আহমদ খান সায়েক, এডভোকেট মোস্তফা দেলোয়ার আজহার,শেখ সুরুজ আলম, মোঃ বদরুল ইসলাম বদরু, শফিকুল ইসলাম আলকাছ, মঈনুল ইসলাম মঈন, শেখ সোহেল আহমদ কবির, বদরুল ইসলাম সহ অন্যান্য ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।